এম এ হাসান, কুমিল্লা:>>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শুক্রবার( ৪ অক্টোবর) যাত্রীবাহী একাধিক বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন সহ মোট তিন জনের নিহতের সংবাদ জানা গেল। এবং এই মর্মান্তিক সংঘর্ষে অন্তত ১০/১২ জন আহত হয়েছেন।
জানা যায় যে শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।সদর দক্ষিণ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় যাত্রীবাহী তিনটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে,এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।
নিহতরা হলেন কুমিল্লা মহানগরীর বাগিচাগাও এলাকার আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু(৩৮) এবং চট্টগ্রাম বারুইয়ের হাট এলাকার সলিমুল্লাহর ছেলে রহিম মানিক(৪০) নিহত হয়। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এই বিষয়ে মুঠোফোনে আলাপকালে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, যাত্রীবাহী তিনটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment