শফিউর রহমান সেলিম, মময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে; যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।
ভালুকা থানার ওসি মঈন উদ্দিন জানান, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (২৮) গফরগাঁও উপজেলার শিবগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশের দাবি, সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
ওসি মঈন বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।
এ সময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সাদ্দামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
পরে সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment