ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মোহাম্মদ আলী (২৪)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে তার বাড়ি। বাবার নাম মো মুকুল।
র্যাব- ৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলগতকাল ০৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঘটিকায় রাজশাহী মহানগর বোয়ালিয়া থানাধীন কামরুজ্জামান চত্বর এলাকায় অপারেশন পরিচালনা করে মোহাম্মদ আলী গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে তার ব্যবহƒত একটি মোটরসাইকেল, একটি মোবাইল সেট ও দুটি সীমকার্ড।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত¦র এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এ নিয়ে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment