আমি তুফান,
সমুদ্রের মাঝ থেকে উঠে আসা তুফান
আমায় দেখলে সকলে হয়ে যায় নিঃস্প্রাণ,,,
তবুও আমি আসি
যেদিক দিয়ে যাই
সেদিকই ভেঙেচূরে করি চূরমার!!!
এত কেন আগ্রাসী আমি??
আমি যে দেখতে পাই স্বচ্ছ চোখে,,
কেউ হয়তো চোখের দৃষ্টি হারিয়েছে,
তাই হয়তো অন্ধ;
নয়তো ঘরে দরজা দিয়ে আছে সুখের নিদ্রায় অবিরত!!!
তাইতো আসি তুফান হয়ে চূরমার করতে,
কত কি দেখি, সদ্য প্রসূত শিশু মায়ের বুক ছেড়ে আশ্রয় পায় টয়লেটে
নয়তো শিয়াল কুকুরের মুখে ঝোপের আড়ালে,,,
বৃদ্ধ অন্তিম শয্যার পিতা মাতাকে রাস্তা বা রেল স্টশনে ফেলে পালিয়ে যায় সন্তান!!!
শেয়াল কুকুর মানুষ একসাথে রাস্তায় খায় ঘুমায়
বাবা মা সদ্য প্রসূত সন্তান অধিকার হারায়,,,
মানব জনম নিয়ে নাই বাঁচার অধিকার
লাশ হয়ে পরে থাকে তরুনী,হয়ে বলাৎকার
গভীর রাতে অট্টালিকা থেকে নারীর আর্ত চিৎকার!!!
সকলে চেয়ে দেখে নির্বিকার
নাই কেন কোন প্রতিকার,,,
কতবড় নমরুদ রাজ
ওয়ান টাইম ব্যবহার করে খুনের লালসা জাগে??
রক্ষক ভক্ষক হয়ে সমাজ চুষে খায়!!!
এদেরকেই ভেঙেচূড়ে নিপাত করি
এই জঘন্য পাপি তাপিদেরকে চূরমাড় করি,,,
এত অনাচার দেখে হই যখন প্রকাশ
ভেঙে পড়ে সকলের মাথায় আকাশ!!!
তখন হয় সকলের হুঁশ,
কিন্তু সময় তো অনেক বদলে যায়,,,
তাইতো নিপাত করতে আমার আগমন
আমি মানিনা নমরুদের আইন প্রশাসন!!!
আমি তুফান,
আমায় দেখলে সব শয়তানী রিদম হারায় প্রাণ...!!!!!
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment