একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-শেখ একেএম জাকারিয়া:
সারাদেশে চলছে এখন
পিঁয়াজ নিয়ে জুয়া,
কিনতে গেলে মেজাজ চড়া
মূল্য আকাশছোঁয়া।
গোস্ত ভুনা ডালের বড়া
অার হবে না খাওয়া,
পিঁয়াজ এখন কার কবলে
যায় না তারে পাওয়া?
দুষ্টলোকে লুটছে মজা
পিঁয়াজ করে রুদ্ধ,
এসব দেখে হাপিত্যেশে
জ্বলছে বোকা বুদ্ধ।
বাজার এখন বেজায় গরম
খুব পিঁয়াজের নাম,
কিনতে পিয়াজ দেশোবাসির
ঝরছে মাথার ঘাম।
প্রেরক,
শেখ একেএম জাকারিয়া
কবি, ছড়াকার ও গবেষক
মেডিক্যাল টেকনোলজিস্ট
সদর হাসপাতাল,
সুনামগঞ্জ,বাংলাদেশ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment