মোঃ জাকির হোসেন, দোহার-নবাবগঞ্জ (ঢাকা ) প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে প্রাণকেন্দ্র জয়পাড়া খালের উপর সেতুটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে বলে দাবি করেন স্থানীয়রাসহ কয়েক হাজার পথচারী। পুড়রাতন এই সেঁতুটির উপর দিয়ে প্রতিদিন যান্ত্রিক যানসহ পার হচ্ছেন প্রাথ অর্ধলাখ পথচারী। সেঁতুটির ধারন ক্ষমতার চেয়ে অধিক চাপপ্রয়োগে যে কোন মূহুর্তে ধষে যেতে পারে এ সেঁতুটি এবং ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা।
জয়পাড়া কলেজের শিক্ষার্থী ডলি আক্তার বলেন, এই সেঁতুটিতে সবসময় জ্যাম লেগেই থাকে। আমরা কলেজে যাওয়ার সময় অনেক সাবধানতা যেতে হয় নয়লে সামনে,পিছনে ও দুপাশে পুরুষদের সাথে গায়ে গায়ে স্পর্শ হচ্ছে এবং সেঁতুটি ধারণ ক্ষমতার অধিক যানবাহন ও পথচারীদের ওজন বহন করছে।
অন্য শিক্ষার্থী তমালিকা কর্মকার বলেন, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই সরকারের কাছে দাবি, কোন দুর্ঘটনা ঘটার আগে আরো একটি সেঁতু নির্মাণ করা হোক।
এই ব্যাপারে দোহার উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলে, আমি সেঁতুটির বিষয় উপর মহলে জানিয়েছি আশা করি জরুরি ভাবে এর সমাধান হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment