একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
বাঁশখালীতে মাস্টার মিলন দাশ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা পৌর সদরের দক্ষিণ জলদী দারোগা বাজার এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাস্টার মিলন দাশ কল্যাণ সংস্থার সভাপতি দোলন কান্তি দাশ।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংস্থার শিক্ষা উপ-কমিটির সভাপতি রাজ মোহাম্মদ আজাদ, সদস্য বিজন দাশ, বিকাশ মুহুরী, লিটন মুহুরী প্রমুখ।
এতে বক্তারা বলেন, সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ মাস্টার মিলন দাশ কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। মেধাবী শিক্ষার্থী গঠনের লক্ষ্যে এই সংস্থা কর্তৃক বৃত্তি চালু করা হয়েছে। তাই এই সংস্থা কার্যক্রম আরো সুদূর প্রসারী করতে ও সংস্থার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment