একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-শেখ একেএম জাকারিয়া:
নতুন ধানের বার্তা নিয়ে,বাংলাদেশে কার্তিক আসে,হিম কুয়াশায় আকাশ ঢাকা
শিশির জমে সবুজ ঘাসে।
হাওয়ায় দোলে লাউয়ের ডগা,সরষে ফুল আর সবুজ পাতা,এমন দিনে সিক্ত স্থানে
হেসে ওঠে ব্যাঙের ছাতা।সোনারঙের ধানের ঘ্রাণে মাঠে মাঠে কৃষক ছুটে,
হেমন্তের এই দৃশ্য দেখে কৃষাণবধুঁ হেসেই উঠে।
অাগুন এলে মন ভরে যায়।নানান রকম পিঠার ঘ্রাণে, নবান্নেরই এই উৎসবে
লাগে দোলা সবার প্রাণে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment