এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. রিয়াদ (২৬) ও বান্দেরজলার মৃত আলী আহমদের ছেলে হারুনুর রশিদ (৩৮)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম থানার এএসআই সুমন দাশ জানান, আদালত কর্তৃক রিয়াদের বিরুদ্ধে জিআর মামলায় দুই বছর ও হারুনুর রশিদের বিরুদ্ধে সিআর মামলায় এক বছর তিন মাসের সাজা দেয়া হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment