ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
লিজা রহমানের আত্মহত্যা প্ররোচণার মামলার প্রধান আসামী স্বামী সাখাওযাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লক্ষীনারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন,গ্রেফতারকৃত সাখাওয়াত হলেন মাহাবুবল আলম খোকনের ছেলে।
এর আগে বুধবার (০২ অক্টোবর) রাতে নগরীর শাহ মখদুম থানায় মামলাটি দায়ের করেছেন লিজার (নিজ) বাবা আলম মিয়া। মামলায় তার মেয়েকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আলম মিয়া। এ জন্য লিজার স্বামী সাখাওয়াত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর গায়ে আগুন দেওয়ার পরে রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়ে ঢামেক’র বার্ন ইউনিটে কলেজছাত্রী লিজা এই টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যু বরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment