কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরুধী সভা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 19 October 2019

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরুধী সভা


মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:>>>
কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিটি পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরুধী জনসচেতনতা মুলুক সভা অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদাউস। বিশেষ অতিথি হিসেবে ওয়ার্ড কমিউনিটি পুলিশের রেজাউল করিম, এএসআই বাবলু, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি  মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি দিদার বলেন- জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদককারবারীকে যে কোন মুল্যে কুতুবদিয়া দ্বীপ থেকে নির্মুল করা হচ্ছে এবং হবে। এলাকায় মাদক, বাল্যবিবাহ, যৌতুককে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধের পাশাপাশি পুলিশকে তথ্য ও সহযোগিতার আহবান জানান। তিনি আরো বলেন- পুলিশ জনগণের বন্ধু, জনগণের নিরাপত্তা ও সেবায় অঙ্গিকারবদ্ধ। 
সভায় মহিউদ্দিন ও গণ্যমান্য ব্যক্তি সহ  এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages