শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ উজ্জল মাহমুদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। আজ শুক্রবার বিকালে শহরের বাদেকল্পা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু ও সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু জানান, অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় উজ্জ্বলের কাছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
তিনি আরও জানান, এলাকার ভূমি সম্পর্কিত বিভিন্ন বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত ইজ্জল এবং এসময় পেশী শক্তি প্রদর্শনের জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করতো সে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা কোতোয়ালী মডেল থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment