রাবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 October 2019

রাবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যারিয়ার বিষয়ে লেখাপড়া, জীবন ও কর্মভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে রাবি চারঘাট উপজেলা সমিতির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে ছিলেন মোবিকেয়ার টেকনোলজিস লিমিটেডের সিইও আহমেদ পাশা। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্ভাবনা, অতীত, বর্তমান ভবিষ্যতের আলোকে যে ধরণের সমস্যা ও সম্ভবনা রয়েছে তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও ক্যারিয়ার গড়তে বর্তমানে কি করা প্রয়োজন তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান কমলের সঞ্চালনায় ও চারঘাট উপজেলা সমিতির আহ্বায়ক মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম. মুজিবুর রহমান, বিশেষ অতিথি প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  আব্দুর রাকিব, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক রওশন জাহিদ, চারঘাট উপজেলা সমিতির সভাপতি সাইদুল হকসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা।




একুশেী মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages