একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার নেতাকর্মীরা। রোববার সংগঠনের আহব্বায়ক মাসুদ মোন্নাফ এবং যুগ্ন আহব্বায়ক মুর্শিদুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়।
শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় গৃহীত উদ্দ্যোগসমূহ হলো- ভর্তিচ্ছুদের হল/মেসে থাকার ব্যবস্থা করা, পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সহয়তা করা, সুপেয় পানির ব্যবস্থা করা, হলে অথবা মেসে মডেল টেস্টের নামে চাঁদাবাজির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা, মেস মালিকরা অতিরিক্ত টাকা দাবি করলে প্রশাসনকে অবহিত করা।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহব্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘আসন্ন ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য আমরা এই উদ্দ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্দ্যোগ বাস্তবায়নের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment