মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ভোলা জেলা ছাত্রদল।
বুধবার বিকেলে ভোলা সদর রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি জেলা ছাত্রদল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর রোড মহাজনপট্টি এলাকা প্রদক্ষিন করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ কারিরা আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে বলেন, বর্তমান সরকার জনগনের বাক স্বাধীনতা হরন করে নিয়েছে। তাই ভিন্ন মতের কিছু তাদের সহ্য হয় না। সরকার ভারতের কাছে দেশটা বিকিয়ে দিতে চায়। শহিদ আবরার ফাহাদ ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধি চুক্তি করার প্রতিবাদ করায় সরকারের মদতপুষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। এসময় তারা আবরার হত্যার দৃষ্টান্ত মুলক বিচার দাবি করেন।
এসময় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো: নুরে আলম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম শরিফ সহ ভোলা জেলা, উপজেলা, কলেজ, পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment