বাঁশখালীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এম.পি মোস্তাফিজ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 6 October 2019

বাঁশখালীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এম.পি মোস্তাফিজ


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : 
সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা চট্টগ্রামের বাঁশখালীতে সাড়ম্বরে উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। গত ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দূর্গোৎসব শুভারম্ভ হয়। সন্ধ্যা নামতেই শুরু ঢাকঢোল ও বাদ্যযন্ত্র দিয়ে মায়ের আরতি। প্রতিদিন রাতে পূজা মন্ডপ গুলোতে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষদের সমাগম ঘটে। গত শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপজেলার শেখেরখীল সার্বজনীন হরিমন্দিরে প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন তিনি। 
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এ সরকার সকল সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে খুবই আন্তরিক। ধর্মের নামে রাজনীতি নয়। বিগত দিনে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে তারা দেশের মানুষকে জঙ্গি প্রশিক্ষণে সহায়তা করেছে। বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী। মানুষ মানুষের জন্য, প্রত্যেক ধর্মই মানবতার কথা বলে। ধর্মীয় এই সম্প্রীতি বজায় রাখতে সরকারের হাতকে শক্তিশালী করতে সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
শেখেরখীল সার্বজনীন দূর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি দুলাল মহাজনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।  
উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীতে এবার ৮৪টি সার্বজনীন ও ১০৬টি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি ভাবে এই উপজেলার সকল পূজা মন্ডপ গুলো ৯৫ মে. টন চাউল অনুদান দেয়া হয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages