স্বপ্নের সুজকি (জিক্সার) কিনে বাড়ী ফেরা হলোনা!সড়কে প্রাণ হারালো ২ ভাই! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 5 October 2019

স্বপ্নের সুজকি (জিক্সার) কিনে বাড়ী ফেরা হলোনা!সড়কে প্রাণ হারালো ২ ভাই!



এম এ হাসান, কুমিল্লা:>>>
দীর্ঘদিনের স্বপ্নের মোটর সাইকেল কিনে বাড়ী ফেরা হলোনা দুই ভাইয়ের।নতুন মোটরসাইকেল ই  কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ। নতুন মোটর সাইকেল কিনে ঢাকা থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রুবেল মিয়া (২৫) ও সুমন মিয়া (২২) নামের আপন দুই ভাই নিহত হয়।গত বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহা সড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া ও সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের হোসেন মেম্বারের বাড়ির সিএনজি (অটোরিক্সা) চালক আক্তার হোসেনের ছেলে।তাদের অকাল মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের বাবা আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমার ছেলে রুবেল ও সুমন নারয়নঞ্জ জেলায় আদমজি ইপিজেডে চাকরি করতো।তাদের দীর্ঘদিনে স্বপ্ন ছিলো একটি সুন্দর মোটর সাইকেলের।
শুক্রবার সাপ্তহিক ছুটি হওয়ায় গত বৃহস্পতিবার ইপিজেডের কাজ শেষ করে ঢাকা থেকে সুজকি (জিক্সার) মডেলের নতুন মোটর সাইকেল কিনে একইদিন রাতে বাড়ি আসার উদ্দোশ্যে দুই ভাই মোটর সাইকেল যোগে ঢাকা থেকে রওয়ানা দেয়।পরে তারা এক সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরা এলাকায় পৌছালে পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ভাই ছিটকে পড়ে যায়।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে। আমরা ঘটনারদিন রাতেই দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মুঠোফোনে আলাপকালে পুলিশ জানায় মহাসড়কে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে রুবেল ঘটনাস্থলেই নিহত হয় এবং সুমনকে আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃ’ত ঘোষনা করে।
পরে তারা একইদিন রাতে ঘটনাস্থল থেকে নিহত রুবেল ও সুমনের লাশ নিজ গ্রামে নিয়ে আসে।
পরদিন গতকাল শুক্রবার বাদ জুমা দুলালপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে রুবেল ও সুমন দুই ভাইয়ের লা’শ দাফন করা হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages