এইচ এম শহীদ পেকুয়া থেকে:>>>
পেকুয়া উপজেলার সদরে - আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকাল ৩ টার সময় সিগমা এডুকেশন কেয়ার নিজস্ব ক্যাম্পাসে অভিভাবক সমন্বয় সভা ও পি,এস,সি এবং জে,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিগমা এডুকেশন কেয়ার- পরিচালক মাস্টার মো: মাহমুদুল করিম এর সঞ্চালনায় সাংবাদিক এই এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক গুল্দী স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন । বিশেষ অতিথি ও সহযোগিতায় হিসাবে উপস্থিত ছিলেন সাবেক গুল্দী স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী (বিস্ মিল্লাহ ফার্মেসী)র- মো: জহির উদ্দীন।
অতিথিরা - বক্তব্যে বলেন একজন সচেতন অভিভাবক পারেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। তিনি বিদায়ী দোয়া প্রার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা জাতির ভবিষ্যৎ। তোমরা সুশিক্ষিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়বে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন -সিগমা এডুকেশন কেয়ারের শিক্ষক আনছার উদ্দীন, শিক্ষক হামিদুল হক,শিক্ষক শফিউল আলম, শিক্ষিকা রাসনা বেগম, অভিভাবক, সুধী, সমাজ সেবক, ছাত্র-ছাত্রী বৃন্দু, সাংবাদিক প্রমুখ।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে মৌলনা- নাঈমুল করিমের মুনাযাতের মাধ্যমে শেষ হয়।
এবছর "সিগমা এডুকেশন কেয়ার" থেকে পি,এস,সি পরীক্ষায় ২৫ জন এবং জে,এস,সি পরীক্ষায় ৩০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment