একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহিশ শাফীকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা টাউন হলে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইন্সট্রাক্টর সোহেল রানা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান, সমিতির সাধারন সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম, সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা, আব্দুল হাদী, এম.এ রব, সমিতির উপদেষ্টা জায়দুল হক, প্রধান শিক্ষক মোকলেছার রহমান, সাকিদুল ইসলাম, মিজানুর রহমান, উম্মে হাবিবা সোমা প্রমুখ। একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎকে দ্বিতীয়বাবের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং আবদুল্লাহিশ শাফিকে বদলীজনিত কারণে এ সংবর্ধনা দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির উপদেষ্টা ও মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সকল সদস্য সহ সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment