শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজাহান মিয়া (৩২) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে যশরা ইউনিয়নের বাড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া উপজেলার বখুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে এবং যশরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বিহারিপাড়া মোড় থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যাচ্ছিলেন শাহজাহান মিয়া। বাড়া মোড় এলাকায় রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো মোটর সাইকেলের সামনের চাকায় লেগে উল্টে যায় মোটরসাইকেলটি। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে পথেই মারা যান তিনি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিহত শাহজাহান মিয়ার স্বজন অধ্যক্ষ আতাউর রহমান বলেন, 'খুবই দুঃখজনক দুর্ঘটনায় শাহজাহানের প্রাণ গেল। মোটরসাইকেলের সামনের চাকায় ইটের টুকরো লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment