গাইবান্ধায় ডাকাত সর্দার নাছিম আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 14 November 2019

গাইবান্ধায় ডাকাত সর্দার নাছিম আটক


একুশে মিডিয়া, গাইবান্ধা  প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ইদ্রাকপুর বাজারের পাশ্বের রাস্তা বেরিকেট দিয়ে ডাকাতিকালে নাছিম মিয়া (২৭) নামের এক ডাকাত সর্দারকে এলাকাবাসী হাতে নাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নাছিম মিয়াকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত নাছিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরে পাবনার কাজীরহাট থেকে একটি মালবাহী ট্রাক সাদুল্লাপুরের দিকে যাচ্ছিল।
এ সময় সাদুল্লাপুর-তুলশিঘাট সড়কের ইদ্রাকপুর বাজারের পাশ্বে গয়েশপুর নামকস্থানে ট্রাকটি পৌঁছালে নাছিম মিয়াসহ ৫-৬ জনের ডাকাত দল রাস্তা বেরিকেট দিয়ে ট্রাকটি আটক করে।
এসময় ট্রাক চালক আলম খাঁ-কে মারপিট করে। চালকের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসময় আলম খাঁর চিৎকারে আশপাশের লোক ছুটে এসে নাছিম মিয়াকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত নাছিমকে থানায় নিয়ে আসে।
ঘটনার শিকার চালক আলম খাঁ পাবনার সাথিয়া উপজেলার গোটেংরা গ্রামের শের আলী খাঁর ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এবিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত নাছিমকে আজ বিকেলে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages