একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে
আমিরাতের আমির মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন
প্রধানমন্ত্রী।=
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে
প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।=
স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করবেন প্রধানমন্ত্রী। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত
মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।=
বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রা সহকারে দুবাইয়ের
হোটেল শাংরি-লায় যাবেন শেখ হাসিনা। দুবাই সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন
তিনি। চারদিনের সফর শেষে ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment