কুমিল্লায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অ‌ভিযান, ০৬ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 14 November 2019

কুমিল্লায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অ‌ভিযান, ০৬ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা


এম এ হাসান, কুমিল্লা:>>>
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে (১৪ই নভেম্বর) বৃহস্পতিবার ক‌ু‌মিল্লার নাঙ্গল‌কোর্ট উপ‌জেলায় এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালন‌া করা হ‌য়ে‌ছে।
সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে অ‌ব‌হেলা দ্বারা‌ সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটা‌নোর অ‌ভি‌যো‌গে স্টেশন এলাকার ক্যা‌ফে আবদুল্লাহ হো‌টেল‌কে ৮,০০০ টাকা, একই অ‌ভি‌যো‌গে মান্নান হো‌টেল‌কে ৪,০০০ টাকা, প্র‌তিশ্রুত পণ্য যথার্থভা‌বে না দেওয়ায় মজুমদার স্টোর‌কে ২,০০০ টাকা, নোংরা প‌রি‌বে‌শে খাবার প্রস্তু‌তের অ‌ভি‌যো‌গে আজমীর হো‌টেল‌কে ৬,০০০ টাকা, বিক্রয় নি‌ষিদ্ধ পণ্য সংরক্ষণ করায় বনফুল এন্ড কোং কে ৮,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তু‌তের অ‌ভি‌যো‌গে তাজ হো‌টেল‌কে ৬,০০০ টাকাসহ আজ মোট ছয় প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ৩৩,০০০ টাকা জ‌রিম‌ানা করা হয়।
এছাড়াও পৌর বাজা‌রের পেঁয়া‌জের দাম যাচাই করা হয়। এস আই শরী‌ফের নেতৃ‌ত্বে  নাঙ্গল‌কোর্ট থানা পু‌লি‌শের এক‌টি টিম এবং নিরাপদ খাদ্য প‌রিদর্শক ওবায়দুল হক এ কাজে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে  এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages