একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:>>>
সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় কুতুবদিয়া উপজেলায় জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে।
শনিবার (০২নভেম্বর) সকালে সমবায়দের নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গনীর সঞ্চালনায় ইউএনও মোঃ জিয়াইল হক মীরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা প্রকৌশলী গোলাম আলী শেখ, আমার বাড়ি আমার ঘর প্রকল্পের কর্মকর্তা সুপানন্দ বড়ুয়া, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, আ’লীগের যুগ্ন সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, উত্তর ধুরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ, লেমশীখালী ইউপির আ’লীগ সভাপতি রফিক সিকদার,ঊপজেলা শিক্ষক কর্মচারী ইউনিয়নের সভাপতি উৎপল পাল,উপজেলার বিভিন্ন সংগঠনের সমবায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাধ্য বিষয় হচ্ছে,“ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে সর্ব প্রথম ১৯০৪ সনে সমবায় সংগঠন সংগঠিত হয়।
চলমান প্রক্রিয়া বাংলাদেশে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালন করা হচ্ছে। সারা দেশের ন্যায় কুতুবদিয়ায়ও সমবায় সংগঠনের মাধ্যমে মার্কেট নির্মাণ করে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সমবায় কর্মকর্তাকে অনুরোধ করেন বক্তারা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment