![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
টঙ্গী রেলওয়ে জংশনে যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। শনিবার ২৩ নভেম্বর বিকাল সোয়া ৪টার দিকে টঙ্গী জংশনের ৩ নম্বর প্লাটফর্মে ৪ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে। খুব দ্রুত ট্রেনের যাত্রী।=
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হন। ট্রেনের চালক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।=
টঙ্গীতে স্টপেজ না থাকলেও লাল বাতির সংকেত পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে টঙ্গী জংশনে যাত্রাবিরতি করে। ওই সময় ট্রেনের ইঞ্জিনের পাশে থাকা ব্যাটারি বক্স থেকে ধোঁয়া বেরুতে দেখলে নিজেদের ফায়ার এক্সটিংগুইশার এবং স্টেশনে থাকা লোকজন আশপাশের দোকান থেকে পানি নিয়ে আগুন নেভায়।=
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. আতকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিটের দমকল কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এর আগে দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে ট্রেনের স্টেশনের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান।=
তিনি জানান, অগ্নিকাণ্ডে ট্রেনটির কয়েকটি ব্যাটারি ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি। ব্যাটারির শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।=
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিন এলাকা থেকে ধোঁয়া বেরুতে দেখে স্থানীয় পান ও তরকারি দোকানীরা এবং ট্রেনের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভান।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment