সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
জয়পুরহাটের
পাঁচবিবিতে জীবন যুদ্ধে হারতে বসেছে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভ্যান
চালক মোজাফফর (৪৭)। সে পৌর এলাকার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুস সোবহানের
ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন মোজাফফরের পিলাইয়ে টিউমার হয়েছে। তারা মোজাফফর
কে ভারতের হায়দারাবাদ অথবা ভেল্যুরে চিকৎসা করার পরামর্শ দিয়েছেন।
ইতোমধ্যে
দেশে চিকৎসা করাতে গিয়ে ভ্যান চালিয়ে যা উপার্জন করেছিলেন তার সবটায় শেষ
করেছেন। তবুও অসুখের জালা যন্ত্রণা থেকে রেহাই পেতে মোজাফফর কিছু টাকা
চিকিৎসার জন্য জমা করেছেন। আশায় বুক বেঁধে আছেন যদি কোন সু হৃদয় ব্যাক্তি
সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে তিনি ভারতে গিয়ে চিকৎসা নেবেন।
মোজাফফর
তার অসুখের বিবরনে বলেন,হাত পা মুখ ফুলে ওঠে। পায়খানা হয়না, অসহ্য পেট
ব্যাথা। কখনো কখনো গায়ে আগুন ধরার মতো অনুভব করেন। যেদিক দিয়ে বমন বের হয়
সেদিক পুঁড়ে যাওয়ার মতো মনে হয়।
এতে করে সুন্দর ভুবন ছেরে চলে যেতে ইচ্ছে
করে মোজাফফরের। অসহায় মোজাফফর আরোগ্য লাভে সকলের দোয়া ও সাহায্যের ফরিয়াদ
জানিয়েছেন।
তার সাথে যোগাযোগ করতে
মোবাইল নম্বর ০১৭৫০ ১১৮৩৯৩
ডাচবাংলা ব্যাংকের রকেট একাউন্ট ০১৭৫০ ১১৮৩৯৩৫
অগ্রনী ব্যাংক সঞ্চয়ী হিসাব নং-৩৪০২১২১১. পাঁচবিবি শাখা,জয়পুরহাট।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment