![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
জয়পুরহাটের পাঁচবিবিতে মঙ্গলবার দিবাগত রাতে নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) কলেজে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
কলেজের ব্যবহৃত তেরটি ল্যাপটপ,অধ্যক্ষের রুমের তালা ভেঙ্গে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার হার্ডডিক্স সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী বলেন,বুধবার সকাল আটটার সময় কলেজের অফিস সহকারী দেলোয়ার হোসেন রুমের তালা ভাঙ্গা দেখে আমাকে ঘটনাটি জানায়। আমি তৎক্ষনাত কলেজে এসে উপজেলা নির্বাহি অফিসারকে চুরির ব্যাপারে অবহিত করি।
পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাদিম সরোয়ার ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। চুরির ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেছেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য উক্ত প্রতিষ্ঠানের নাইট গার্ড জহির উদ্দিনকে থানায় নিয়ে আসা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment