দূর্নীতির শীর্ষে ওসি আনোয়ার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 2 November 2019

দূর্নীতির শীর্ষে ওসি আনোয়ার


আল আমিন মুন্সী:>>>
ঘুষ দূর্নীতি চাঁদাবাজি করা যেনো রুটিন হয়ে উঠেছে, দিনাজপুর জেলার হাকিমপুর থানার  ভারপ্রাপ্তকর্মকর্তা ওসি  আনোয়ার হোসেনের।  হাকিমপুর থানা টি বাংলাদেশ সীমান্ত এরিয়াতে হওয়ায় অবাদে দূর্নীতি করে যাচ্ছে ওসি, প্রতিদিন চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, হাকিমপুর থানা এলাকায় কোনো লোক যদি কোনো কাজে যায়। তাকে এসআই হোসেল কে দিয়ে ধরিয়ে থানায় নিয়ে যায়।  এবং চাঁদা দাবি করে, চাদা না দিতে চাইলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেন, আর যারা ওসি আনোয়ার হোসেনের চাঁদা দিয়ে দেয়।
তাদের ছেড়ে দেন থানা থেকে, নাম না প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি জানান, আমি ব্যবসার কাজে মাঝে মধ্যে ইন্ডিয়াতে যাই, হঠাৎ একদিন ব্যবসার কাজ শেষ করে, ইন্ডিয়া থেকে যখন হিলি বর্ডার দিয়ে বাংলাদেশে আসছিলাম  ঐ খানে হাকিমপুর থানার এসআই সোহেল দাঁড়ানো ছিলো বাংলাদেশে আসার পর এসআই সোহেল বললো ওসি স্যার আপনাকে থানায়। যেতে বলছে পরে আমি জিজ্ঞাসা করলাম আমার অপরাধ কি আমি থানায় যাবো কেনো?
এই কথা গুলো বলার সাথে সাথে আমাকে জোর করে পুলিশের গাড়ীতে করে থানায় নিয়ে যায়। তার পর ওসি বলে আপনি তো ইন্ডিয়া থেকে অবৈধ মাল এনে  বিক্রি করেন বাংলাদেশে ওসির কথা শুনে বললাম স্যার আমি কোনো অবৈধ মাল ইন্ডিয়া থেকে এনে বিক্রি করি না, আমি কাপড়ের ব্যাবসা পরে ওসি বলে চুপ শালা বেশী কথা বলোস তুই ৩ লক্ষ টাকা দিয়ে থানা থেকে চলে যা, আমি টাকা দিতে না চাইলে পরে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট দিয়ে চালান দেন, নিউজের  সাক্ষাৎকার নেওয়ার জন্য  হাকিমপুর থানার ওসির মোবাইলে বেশ কয়েকবার ফোন করলে তিনি মোবাইল রিসিভ করে নাই।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages