একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ভারতের রাজস্থানে এক যাত্রীবোঝাই বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে
সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।=
সোমবার সকালে বাসটি রাজস্থানের বিকান থেকে জয়পুরের জেলায় যাওয়ার পথে
দুনগড়গড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।=
ইন্ডিয়া টুজে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।
হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। আহত ১৮ জনদের অনেকের অবস্থা
আশংকাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।=
এদিকে দুর্ঘটনার পরপর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment