গাইবান্ধায় সড়ক দৃর্ঘটনা নিহত-১ আহত ২৫ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 7 November 2019

গাইবান্ধায় সড়ক দৃর্ঘটনা নিহত-১ আহত ২৫


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বগুড়া - রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে 
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে  নিজের লেগুনা নিয়ে বাড়ী থেকে মহাসড়কে উঠে পলাশবাড়ী যাওয়ার পথে  ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী নৈশ কোচ হানিফ এন্টার প্রাইজ একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনার  চালক আরিফ মহাসড়ক থেকে গাড়ী সহ ছিটকে রাস্তার পাশে খাদে পরে ঘটনা স্থলেই নিহত হন।  এ সময় নৈশ কোচটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে আনুমানিক ২৫ জন যাত্রী আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।  নিহত লেগুনা চালক আরিফ (২০)সাদুল্যাপুরের ধাপের হাট তিলক পাড়া গ্রামের ট্রাক চালক সনজু মিয়ার পুত্র। শিক্ষিত বেকার যুবক আরিফ পিতার পেশা বেছে নিয়ে, লেগুনা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে আজ সকালে হাসি মুখ নিয়ে মায়ের কাছ থেকে লেগুনা নিয়ে মহাসড়কে ওঠে। সে বাবা মার একমাত্র পুত্র সন্তান। আরিফে গ্রামে চলছে শোকের মাতম। ঘাতক নৈশ কোচ ও লেগুনাটি ঘটনাস্হলে পুলিশ হেফাজতে রয়েছে।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages