মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রধানমন্ত্রীর দেয়া সেই ‘উপহার’ চুরি!! অতঃপর... - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 25 November 2019

মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রধানমন্ত্রীর দেয়া সেই ‘উপহার’ চুরি!! অতঃপর...



একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তুলে দেয়া উপহারের একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় হয়।=
এক পর্যায়ে র‌্যাব মহাপরিচালকের নির্দেশনায় চুরি হয়ে যাওয়া সেই মোবাইল ৪ দিন পর উদ্ধার করা হয়।=
র‌্যাবের হাতে উদ্ধার হওয়া আলোচিত সেই উপহারের মোবাইল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধার স্ত্রী ছুকেরা খাতুনের হাতে ফোনটি তুলে দেয়া হয়।
এর আগে ঘটনার ৪ দিনের মাথায় রোববার (২৪ নভেম্বর) রাতে উপহারের এ মোবাইলটি উদ্ধার করেছে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।=
২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহাপুর গ্রামের মরহুম আবদুল হক বীর বিক্রমের স্ত্রী ছুকেরা খাতুনকে।=
গত ২১ নভেম্বর ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধা স্ত্রী ছুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে সেখানে মোবাইলটি চুরি হয়ে যায়। পরে ছুকেরা খাতুন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানান।=
র‌্যাব-৯ এর ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসনে শামিম জানান, ফোনটি চুরি হওয়ার পর ছুকেরা খাতুনের ছেলে মো. আব্দুর রহিম বিষয়টি র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে মোবাইল ফোনে জানায়। এসময় র‌্যাবের মহাপরিচালক ফোনটি উদ্ধার করে দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন।=
র‌্যাবের হেড কোয়ার্টার্সের তৎপরতায় চুরি হওয়ার ৪ দিনের মাথায় র‌্যার -৯ ক্যাম্পের সদস্যরা ফোনটি উদ্ধার করে।=


ছুকেরা খাতুন প্রধানমন্ত্রীর দেয়া উপহার হারিয়ে যাওয়া ফোনটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এজন্য তিনি র‌্যাবের ডিজিসহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।=



একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages