দোহার-নবাবগঞ্জে লবন সংকট গুজবে মোবাইল কোর্টের অভিযান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 20 November 2019

দোহার-নবাবগঞ্জে লবন সংকট গুজবে মোবাইল কোর্টের অভিযান


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার ও নবাবগঞ্জে লবণ সঙ্কটের গুজব ঠেকাতে প্রতিটি বাজারে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। প্রচারে বলা হয় বিসিক ও শিল্প কর্পোরেশনের তথ্যমতে বাজারে পর্যাপ্ত লবণের মজুদ রয়েছে।
উল্লেখ যে, সারাদেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জে লবণ সঙ্কট গুজব ছড়িয়ে পরায় দুই উপজেলার প্রতিটি বাজারে লবণ ক্রয়য়ে জন্য ভির জমায় ক্রেতারা।
দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রশসন সংবাদ পেয়ে প্রতিটি এলাকায় মাইকিং করে জানিয়ে দেয় যে, গুজবে কেউ কান দিবেননা। বাজারে পর্যাপ্ত পরিমান লবণ মজুদ রয়েছে। মাইকিং প্রচার শেষে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন বাজারগুলোতে অভিষান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জ্যোতি বিকাশ চন্দ্র জানান,সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় লবণ সঙ্কটের গুজব ছড়িয়ে পড়লে দুপুরের পর বিকাল খেকে উপজেলার বিভিন্ন ছোট বড় হাট-বাজারে ভিড় করেন ক্রেতারা। এ সময়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে লবণ বিক্রি করে থাকেন।সংবাদ পেয়ে তাৎক্ষনিক বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা শুরু করি। মোট ১৭টি দোকানে অভিযান পরিচালনা করে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী জ্যোতি বিকাশ চন্দ্র জানান,কোন দোকানি অতিরিক্ত লবন মজুদ ও গুজব ছড়িয়ে লবন বেশী দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages