মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার উপজেলায় ‘গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওভোগ গ্রামে গুড নেইবারস বাংলাদেশ’র ড্রিম স্কুল সেন্টার প্রাঙ্গণে ৫’শ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১টি জ্যামিতি বক্স, ১টি পেন্সিল বক্স, ৮টি খাতা ও ১০টি কলম উপহার হিসেবে দেওয়া হয়। পর্যায়ক্রমে সর্বমোট ১১৪৮ জন শিক্ষার্থীকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিপুল রেমা, সহকারী ম্যানেজার শান্ত চিরান, সিনিয়র এজুকেশন ও প্রটেকশন অফিসার সম্রাট কস্তা, প্রোগাম অফিসার নাইমুর রহমান শোভন, প্রতিবেশী যুব সংঘের সভাপতি মোক্তার খানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment