পেঁয়াজের সঙ্গে চালের দামও ‘সিন্ডিকেটরা’ পাল্লা দিয়ে বাড়াচ্ছে: রিজভী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 17 November 2019

পেঁয়াজের সঙ্গে চালের দামও ‘সিন্ডিকেটরা’ পাল্লা দিয়ে বাড়াচ্ছে: রিজভী


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
পেঁয়াজের সঙ্গে চালের দামও ‘সিন্ডিকেটরা’ পাল্লা দিয়ে বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।=
আচ রোববার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।=
রিজভী বলেন, ‘পেঁয়াজের সঙ্গে চালের দামও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সিন্ডিকেটের নজর এখন চালের বাজারেও। পেঁয়াজের মতোই চালও জনগণকে বাড়তি দামে কিনতে হচ্ছে। যে যেভাবে পারছে সাধারণ মানুষের টাকা লুটে নিচ্ছে।=
তিনি বলেন, ‘গত কয়েকদিনে চালের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো সংস্থার দৃশ্যমান পদক্ষেপ নেই। বাজারে সরকারের কোনো নজরদারি নেই।=
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্র্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, রফিক হাওলাদার, আহসান উদ্দিন শিপন, শেখ আবদুল হালিম খোকন, আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।=
সিন্ডিকেটের কারণে বাজারে মূল্যবৃদ্ধি হচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘সরকার বলছে- সারা দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। চালের আমদানিও গত বছরের এই সময়ে তুলনায় বেশি। পাইকারি ও খুচরা বাজারেও সরবরাহ স্বাভাবিক। কোথাও চালের কোনো ঘাটতি বা সংকট নেই। তারপরও চালের দাম বাড়ছে। কারণ পেঁয়াজ কেলেংকারিতে জড়িতদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় চালের মজুতদাররা সরকারের কতিপয় এমপি-মন্ত্রী-ব্যবসায়ীর মদদে বেপরোয়া হয়ে উঠেছে।=
রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, বিমানে উঠে গেছে পেঁয়াজ। আর কোনো সমস্যা নেই। অথচ আজকের পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, গত দেড় মাসে বিমানে করে পেঁয়াজ এসেছে মাত্র ১ হাজার ৬০০ কেজি অর্থাৎ দেড় টনের মতো। আর তিনি কী ঢাকঢোল পিটিয়ে ঘটা করে বলেছেন যে, প্লেনের উঠে গেছে পেঁয়াজ। মনে হচ্ছে যে, একটা বিশাল ঘটনা। অথচ দেড় মাসে এসেছে মাত্র দেড় টন পেঁয়াজ।=
তিনি বলেন, ‘জনগণ জানতে চায়, মাসের পর মাস সময় পেয়েও কেন পেঁয়াজ সংকটের সমাধান করা হল না? মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন একটি উপাদান নিয়ে দিনের পর দিন শেখ হাসিনা কেন জনগণের সঙ্গে এমন নির্মম রসিকতা করে চলছেন- এটা আজ সবার প্রশ্ন।=
বিএনপি এই জ্যেষ্ঠ্ নেতা বলেন, ‘আমরা মনে করি, পেঁয়াজ সংকট সৃষ্টির জন্য এই সরকারের অদক্ষতা, অযোগ্যতা, অর্বাচীন, অবহেলা যা অষ্টাদেশ শতাব্দীতে ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রানীর মতোই কাণ্ডজ্ঞানহীন কথা-বার্তার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন।’=
এ সময় তিনি জানান, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায়।=




একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages