প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন সাধনপুর বোর্ড রাজাকার ক্যাম্প আক্রমে শক্রর গুলিতে শাহাদৎ বরণকৃত শহীদ মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট এ.এইচ.এম মহি আলম চৌধুরী’র স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে রবিবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়।
শহীদ মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট এ.এইচ.এম মহি আলম চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণ সভা কর্ণেল অব: তপন মিত্র চৌধুরী’র সভাপতিত্বে ও কে.এম. সালাউদ্দীন কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, এসি ল্যান্ড আল বশিরুল ইসলাম, বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশীত সেন।
শহীদ মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট এ.এইচ.এম মহি আলম চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণ সভা কর্ণেল অব: তপন মিত্র চৌধুরী’র সভাপতিত্বে ও কে.এম. সালাউদ্দীন কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, এসি ল্যান্ড আল বশিরুল ইসলাম, বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশীত সেন।
এতে আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃ্ত্ববৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন প্রমূখ।
প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে গিয়ে যারা আমাদের মাঝ থেকে চিরো বিদায় নিয়েছেন, তারাই ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment