ইলিয়াস হুসাইন, পাবনা:>>>
পাবনার চাটমোহর উপজেলার দয়রামপুর গ্রামে একটি ডোবা থেকে ফিরোজ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরোজ হোসেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং চলতি বছর আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় ফিরোজ। রাত ১০ টার দিকে দয়রামপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় ফিরোজের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় ফিরোজের স্বজনেরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের গলা, মাথা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে তা জানাযায়নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment