জাহিরুল মিলন, জেলা প্রতিনিধি:>>>
যশোরঃ আজ থেকে সারাদেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরিক্ষা। সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায়ও পরিক্ষার সকল কার্যক্রম শেষে আজ পরিক্ষা শুরু হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) শার্শা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানা যায় পরিক্ষার সকল কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে।
তথ্যসূত্রে জানা যায়, শার্শা উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ৫ হাজার ৮ শত ১৩ জন পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৯ শ’৮৮ জন এবং ইবতেদায়ী পরীক্ষায় ৮শ’ ২৫ পরীক্ষার্থী রয়েছে। অনুপস্থিত রয়েছে প্রাথমিক পরীক্ষায় ৬৯ জন ও ইবতেদায়ী পরীক্ষায় ১ শত ৪ জন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে প্রাথমিক পরীক্ষায় ৮৮ জন ও ইবতেদায়ী পরীক্ষায় ৬৪ জন কমেছে। চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় ৩০ মিনিট বাড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলার সকল শিক্ষার্থীকে গণিত ও ইংরেজীর বিষয়ের উপর বেশি নজর দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment