অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলিম দেশগুলোর সব ধরনের চ্যানেল বন্ধ! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 21 November 2019

অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলিম দেশগুলোর সব ধরনের চ্যানেল বন্ধ!


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:>>>
অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলিম দেশগুলোর সব ধরনের অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কট্টর হিন্দুত্ববাদী সরকার।=
তুরস্ক, ইরান, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোর সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে স্থানীয় ক্যাবল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে। ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের খবর এমন তথ্য দিয়েছে।=
মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কেবল টিভি অপারেটরদের বিধি অনুসারে তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।=
এতে বলা হয়, মন্ত্রণালয় জানতে পেরেছে যে রাজ্যে বিদেশি কয়েকটি প্রাইভেট চ্যানেল মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি না নিয়েই সম্প্রচার করা হচ্ছে। যা স্পষ্টভাবে নিয়মের লঙ্ঘন। বিষয়টি সম্প্রচার আইনের বিরোধী হওয়ায় তাৎক্ষণিক সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।=
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিক্রম সাহা বলেন, মুসলিম দেশগুলো বিশেষত ইরান,তুরস্ক ও মালয়েশিয়ার চ্যানেলগুলোর সম্প্রচার নিয়মের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। নিয়ম লঙ্ঘন করলে লাইসেন্স বা অনুমতি প্রত্যাহার এবং সরঞ্জামাদি বাজেয়াপ্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলেও হুশিয়ার করেন তিনি।=
নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে সৌদি আরবের আল আরাবিয়া, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, ইরানের সাহার টিভি ও প্রেস টিভির পাশাপাশি মালয়েশীয় চ্যানেলগুলো বিশেষভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।=
গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর সেখানে ভারত সরকারের চাপিয়ে দেয়া যোগাযোগ অচলাবস্থার মধ্যে টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছিল।=
এতে স্থানীয় কেবল অপারেটররা ব্যবসায়িকভাবে বিপর্যয়ে পড়েছিলেন। পরবর্তীতে ২০ আগস্ট থেকে সীমিতভাবে সম্প্রচারের অনুমতি দেয়া হয়।=




একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages