![]() |
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহার ও নবাবগঞ্জের প্রতিটি বাজারে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে দোকানীরা। সরকারি ঘোষণা ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে হবে জেল-জরিমানা। সেই নিষেধাজ্ঞা কেউই মানছেনা। তবে ব্যাবসায়ীদের দাবি আমরা বেশি দামে ক্রয় করেছি তাই দশ-বিশ টাকা বাড়িয়ে বিক্রি করছি।
জানাযায়, দোহার উপজেলার হলের বাজার, মেঘুলা বাজার, নারিশা, মুকসুদপুর, ফুলতলা ও পল্লি বাজারসহ সব গুলো বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি করছে দোকানীরা। এক রাতের ব্যাবধানে দাম বেড়েছে কেজি প্রতি একশত টাকা। গতকাল রাত পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজেরর দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
ক্রেতাদের দাবি গতকাল রাতে পেঁয়াজের দাম ছিল ১৫০ টাকা আর রাত শেষ হতেই প্রতি কেজিতে ১০০ টাকা বেশি। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার সদর, সাদাপুর, কাছারি ঘাট, বাঘমারা, চূঁড়াইন ও গালিমপুর বাজারসহ অন্য বাজার গুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। দু একটি বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে জটলা হয় পেঁয়াজের দাম নিয়ে। তবে ব্যবসায়ীদের দাবি আমরা পাইকারদের কাছ থেকে ক্রয় করেছি প্রতি কেজি ২১০ টাকা। তাই দোহার ও নবাবগঞ্জবাসি সরকারের কাছে দাবি তাদের পেঁয়াজের ঝাঁজ থেকে যেন উদ্ধার করা হয়। যাতে দুই উপজেলার কোন ক্রেতা পেঁয়াজের ঝাঁজে জ্ঞান না হারায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment