চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এম.পি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্যে সাক্ষাৎ বাংলাদেশ মফস্বল সাংবাদিক-বাঁশখালী শাখা’র নেতৃত্ববৃন্দ। ছবি: একুশে মিডিয়া |
একুশে মিডিয়া বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটি’র সদস্য ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সাথে সৌজন্যে সাক্ষৎ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ)-বাঁশখালী শাখা’র নেতৃত্ববৃন্দ।
রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ সদস্যের বাস ভবনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-নব গঠিত বাঁশখালী শাখা’র সকল নেতৃত্ববৃন্দ এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ-বাঁশখালী শাখা’র সভাপতি ও দৈনিক কালের কন্ঠ বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সিপ্লাস টিভি’র বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক জসীম, সহ-সভাপতি ও দৈনিক ইনফো বাংলা’র বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ সাইদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমান দিন বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মিরাজ,
দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ, অর্থ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা’র বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ছৈয়দুল আলম, প্রচার সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা’র বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, সদস্য ও মাই টিভি’র বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহেদ ও দৈনিক দিন প্রতিদিনের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক সরওয়ার কামাল চৌধুরী প্রমূখ।
এসময় এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) এর নব গঠিত বাঁশখালী শাখা’র সকল নেতৃত্ববৃন্দদের জন্য শুভ কামনা রহিল, আপনার সমগ্র বাঁশখালীর উন্নয়নের চিত্র জাতির কাছে তুলে ধরুন। আমি আপনাদের পাশে আছি ও থাকবো ইনশাআল্লাহ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment