নবাবগঞ্জ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসির ঝিলিক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 22 November 2019

নবাবগঞ্জ ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসির ঝিলিক


মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>> 
দিনাজপুরর নবাবগঞ্জ রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়ছ। ব্যস্ত সময় পার করছেন উপজলায় কৃষক/কৃষাণীরা। কৃষকের বাড়ির আঙিনা ভরে উঠছে সানালি ধান, মুখে ফুটছে হাসির ঝিলিক। কাঁচা ধানের ম ম গন্ধে ভরে উঠছে কৃষকদের বাড়ীঘর। উঠানে ছড়ানো সােনালি ধান। সাথে আন্দনের বন্যা। ঘরে ঘরে শুরু হয়ছে নবান্ন উৎসব।
আবহাওয়া অনুকূল থাকায় নির্বিঘ ধান কাটা-মাড়াই কাজ করছেন কৃষকরা। এবার উপজলায় ধান উৎপাদনর লক্ষ্যমাত্রা ছাড়িয় যাওয়ার আশা করছেন কৃষি বিভাগ।উপজলা কষি অফিস সূত্র জানা যায়, চলতি আমন মৌসুম উপজেলার ৯টি ইউনিয়ন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিত রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে।  বি-৩৪, ব্রি-৪৯, স্বর্না, চিনিগুড়া ও হাইব্রিড ধানের ভাল ফলন হয়েছে।  
উপজলা কষি কমর্কর্তা আবু রজা মাঃ আসাদুজ্জামান জানান সম্প্রতি  উপজলার কৃষকরা আমন ধান কাটা শুরু করছে।  কৃষকরা আগামী ২ সপ্তাহর মধ্য সব ধান ঘরে তুলতে পারবে। উপজলায় রোপা আমন এবার ২১ হাজার ৮শ হেক্টর জমিত ৬৫ হাজার মঃটন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও ধান উৎপাদন বশি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages