লেখক-রিনা রহমান আমি একদিন হারিয়ে যাবো নির্জন কোন বনভূমিতে অথবা কোন পাহাড়ের চূড়ায় .. কিংবা সমুদ্রের অতল গভীরে.... কেউ জানতেও পারবেনা.. কেউ খুঁজবেনা আমায়.. কারন এই ধরনীতে এমন আপন কে আছে...কে বা কাকে মনে রাখে! যান্ত্রিক এই পৃথিবীতে.... যেথায় যায় না কেন কোন পিছুটান নেই নেই কোন বাধঁন.... কারো হৃদয়েশ্বরী তো হয় নি হয়নি কারো আপন জন সে ক্ষমতা হয়তো আমায় দেইনি বিধাতা হয়তো সবাই ভুলেই যাবে আমায় এইতো নিয়ম!!!
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment