চট্টগ্রাম জেলা দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আগামী ৮ ডিসেম্বর - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 7 November 2019

চট্টগ্রাম জেলা দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আগামী ৮ ডিসেম্বর


একুশে মিডিয়া, রিপোর্ট:>>> 

বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা’র সম্মেলনের তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অফিস কক্ষে দক্ষিণ জেলার শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বোয়ালখালী, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী ৪ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়। 

১৫ নভেম্বর বোয়ালখালী উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারণ হয়। তবে বাঁশখালী উপজেলার সম্মেলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।অপরদিকে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা সম্মেলন এর তারিখ ভূমিমন্ত্রী শুক্র ও শনিবারের মধ্যে উপজেলা নেতাদের সাথে কথা বলে নির্ধারণ করবেন বলে বৈঠকে জানান।

বৈঠকে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে আলোচনার এক পর্যায়ে মোছলেম উদ্দিন আহমেদ বলেন, বাঁশখালীর সম্মেলন নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে। তিনি জানান, নেত্রীর সাথে আলোচনা করেই বাঁশখালীর সিদ্ধান্ত নেবেন।=

মফিজুর রহমান বলেন, নেত্রীর সাথে কথা বলার বিষয়টি আমাদের জানা নেই, তাছাড়া আমাদের বাদ দিয়ে একা কেন নেত্রীর সাথে কথা বললেন? উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল হক শামীম বাঁশখালীর সম্মেলনের দায়িত্ব নেন। বৈঠকে ভূমিমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।=

মফিজুর রহমান জানান, বাঁশখালীর সম্মেলনের বিষয়ে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। তিনি উপজেলা আওয়ামী লীগের সাথে আলাপ করে সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালখালীর বাসিন্দা মোছলেম উদ্দিন আহমদ এই সম্ভাব্য তারিখের প্রস্তাব দেন। তাছাড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ৮ ডিসেম্বর।=

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages