এম এ হাসান, কুমিল্লা:>>>
নতুন
সড়ক পরিবহন আইন বাস্তবায়নে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট
বিতরণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। সড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা এড়াতে সোমবার
নগরীর বিভিন্ন মোড়ে বিভিন্ন মোটরযান পরিবহনের মালিক, শ্রমিক, চালক ও
হেলপারের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান,
সড়কে শৃংখলা ও দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়েছে এবং গত ১
নভেম্বর থেকে এ আইন কার্যকর হয়েছে।
নতুন আইনে জরিমানা ও শাস্তির পরিমাণ
অনেক বেশি। তাই অনাকাঙ্খিত শাস্তি ও জরিমানা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র সাথে
রাখতে হবে এবং আইন মেনে চলতে হবে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ
লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কুমিল্লা
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ
আল-মামুন, কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন
ইমন, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেনসহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment