একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মনি আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় বাড়ীর পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত মনি আক্তার উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের মধ্যম বাঁশখালা এলাকার দইয়ার বাপের বাড়ির আহমদ কবিরের কন্যা। নিহত মনি স্থানীয় বাহারচরা রতœপুর উচ্চ বিদ্যালয় থেকে আজ (২ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তার।
নিহতের মা সাবিয়া বেগম জানান- 'পরীক্ষার হলে যাওয়ার প্রস্তুতি নিয়ে সে পুকুর ঘাটে হাত-মুখ ধুতে গিয়েছে। তাকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি অপেক্ষা করতে থাকলে দেরি হওয়ায় আমি পুকুর ঘাটে ডাকতে যাই। এদিকে গিয়ে দেখি তার সেন্ডেল জোড়া পানিতে ভাসছে। পরে পুকুর থেকেই স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।'
মনিকে উদ্ধার করা হলে স্থানীয় এক পল্লী ডাক্তার তাকে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
বাঁশখালী থানা পুলিশের (ওসি) তদন্ত মো. কামাল উদ্দীন জানান- 'বাঁশখালা গ্রামের মনি আক্তার (১৫) নামে এক জেএসসি পরিক্ষার্থীর পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি আমি জেনেছি।'
এদিকে জেএসসি পরীক্ষার্থী মনি আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment