একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-রিনা রহমান
একা একা হাঁটছি নির্জন বিকেলে...
আমার চুলগুলো বাতাসে উড়ছে...
আমার কেবলই ইচ্ছে হচ্ছিল
দু এক টা কবিতার লাইন বলে যেতে------
কিন্তু মনের ভান্ডারে
কোন ছন্দ খুঁজে পাই না
হঠাৎ কি মনে হলো
থমকে দাড়ালাম____
মনে হলো পুরোনো স্মৃতি গুলো
দোলা খাচ্ছে মনের গভীরে
তবে একি কোন
অসনি বার্তা।
কখনও হয়তো গাওয়া হয়নি গান।
কিংবা আবৃত্তি করিনি কোন কবিতা,
কিন্তু জীবন যুদ্ধে কখনো পরাজিত হওয়া সৈনিক তো আমি নই......।।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment