মরেছি তোমার কাছে: নাজনীন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 20 November 2019

মরেছি তোমার কাছে: নাজনীন


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক- নাজনীন চৌধুরী:
প্রতিরাতে উপোষী দুঃস্বপ্নেরা একটু একটু করে মরণের দ্বারপ্রান্তে ধাবিত হয়ে ঈশারা দেয় আমি আকুল দীর্ঘশ্বাস হয়ে চাহিয়া থাকি তার পথ পানে! অসহায় মেঘনাদকে রাবণ হয়ে বধ করি ইশারায় ভাসিয়ে দেই গুচ্ছ কিছু প্রণয় আবেগের পরাশক্তির কাছে নিমিষেই হারিয়ে যায় অসাড় দেহ আমার, কি যাদু থাকে তার ও-ই চুম্বনে অধীর ঠোঁট জোড়া কেঁপে যায় থিরথির করে এটা কি ভালবাসা নাকি চরিত্র হনন? পিরামিডের বুকে কত-শত করুণ আর্তনাদ তার খবর কেবা রাখে তার রূপে বিগলিত হাজারো দর্শক, আবেদনময়ী কাজলে ঘেরা ও চোখের পাতায় রেখেছি প্রেম, নিষ্ঠুর প্রকৃতি ভেঙে চুঁড় করে দিয়েছে যতো বাসনা ছিলো মনে! মরেছি মরণের ডোরে বেঁধেছি সাঝ বেলার গান জীবন মরণে সখা তুমি যেওনা ভুলে! ২০/১১/২০১৯/ মিমো গার্ডেন ঢাকা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages