গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৬ পর্নোগ্রাফার গ্রেফতার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 1 November 2019

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৬ পর্নোগ্রাফার গ্রেফতার


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৬ জন পর্নোগ্রাফারকে গ্রেফতার ও ছয়টি কম্পিউটার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সার্কুলার রোডে কয়েকটি গান ডাউনলোডের দোকানে অভিযান চালিয়ে কম্পিউটারে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিও ও পর্নো মুভির সন্ধান পায় র‍্যাব। পরে এগুলোসহ কম্পিউটার জব্দ করা হয় এবং অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হরিনসিংহা গ্রামের সাজুমিয়ার ছেলে তাওহীদ, মহুরী পাড়া এলাকার মৃত হরিনরনের ছেলে প্রশান্ত বিশ্বাস, জুম্মাপাড়া গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে ছোটন, ফলিয়া গ্রামের মৃত যতিন্দ্রনাথের ছেলে ডলার দাষ, কোমরনাই গ্রামের শাজাহান মিয়ার ছেলে লায়েস ও সরকার পাড়া এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে শিথিল।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬টি মনিটর ও ৬টি সিপিইউ এবং ১৪টি হাডডিস্ক সহ বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
র‍্যাব জানায়, তারা দীঘদিন থেকে কম্পিউটারে গান ডাউনলোড বিক্রির অন্তরালে পনোগ্রাফি বিক্রি করে আসছিলো।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages