সাদেক হোসেন খোকার মৃত্যু তে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির শোক প্রকাশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 4 November 2019

সাদেক হোসেন খোকার মৃত্যু তে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির শোক প্রকাশ


এম এ হাসান, কুমিল্লা:>>>
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি কামরুল হুদা।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এই শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় এসময় তিনি সুদীর্ঘ রাজনীতি কালে সাদেক হোসেন খোকার ত্যাগ তিতিক্ষার বর্ণনা দিয়ে বলেন একজন সাদেক হোসেন খোকার মত রাজনৈতিক নেতার অভাব অপূরনীয়।
তিনি সাদেক হোসেন খোকার মৃত্যু তে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন তিনি।
গত সোমবার কিডনি ক্যান্সারে আক্রান্ত খোকার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাকে নিউইয়র্কের স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।
বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫০ মিনিটে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরে ফখরুল ইসলাম জানান, সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages