![]() |
একুশে মিডিয়া, ফাইল ফটো |
একুশে মিডিয়া নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের দাম প্রায় ৪ কোটি টাকা।
অন্যদিকে ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ৬৭০ গ্রাম (সাড়ে ৪০০ ভরি) স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দুপুরে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা স্বর্ণের বারগুলো খুঁজে পান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে পাওয়া গেছে ৮ কেজি স্বর্ণ। এর আগে গোপন সংবাদ থাকায় ওই ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট পাচারকারী স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে ফেলে যায়। এ ব্যাপারে কাস্টমস আইন অনুযায়ী জব্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহ আমানতের আন্তর্জাতিক আগমন বিভাগের টয়লেটে স্বর্ণগুলো পাওয়া গেছে। ঠিক কোন প্লেনে কিংবা কোন দেশ থেকে পাচারকারী চক্র এসব স্বর্ণ এনেছে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অন্যদিকে:
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৬৭০ গ্রাম (সাড়ে ৪০০ ভরি) স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই স্বর্ণ আটক করে। এর বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।
কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি বিওপির নায়েক সুবেদার ওলিউল আলম জানান, বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় একই সড়কে মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। বিজিবি দেখে তারা মোটর সাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারি দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। এর ওজন চার কেজি ৬৭০ গ্রাম। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
No comments:
Post a Comment